বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিতে সহনশীলতার অভাবই সমাজে অসহিষ্ণুতা বাড়ানোর মূল কারণ। রবিবার জাতীয় প্রেস ক্লাবে “গণতন্ত্রে উত্তরণে করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রশাসনকে যেভাবে চলাফেরায় নির্দেশনা দেওয়া হচ্ছে, তা একটি দলের পক্ষ থেকে অন্য দলের ওপর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করছে। তিনি আরও মন্তব্য করেন, এখনও বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব শাসন নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতার অভাব সমাজে বিভাজন তৈরি করছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারাই নানা বিভেদ সৃষ্টি করছেন। এক পক্ষের রাজনীতি চলার কারণে অন্য পক্ষের কর্মসূচিতে অংশগ্রহণ কমে যাচ্ছে, যা গণতন্ত্রের সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।
রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের এই সংকটের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। খালেদা জিয়া গণতন্ত্রকামী বলেই তাকে কখনো দেশ ছেড়ে পালাতে হয়নি।