Image description
 

ভূমিকম্পের জেরে শিক্ষার্থী আহত হওয়া এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামীকাল ২৩ নভেম্বর রবিবার সব ধরনের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

 

শনিবার (২২ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভূমিকম্পজনিত কারণে কিছুসংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। এতে শামসুন্নাহার হলের ৩ জন শিক্ষার্থী আহত হন।

এর আগে শুক্রবারের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল ও ভবনে ফাটল সৃষ্টি হয় এবং এতে ২২ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উদ্বেগ–উৎকণ্ঠা বিরাজ করছে।