Image description
 

গাজীপুরের শ্রীপুরে নাটকে শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাসমত উল্লাহ।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই ডিরেক্টর নাসিরউদ্দীন মাসুদ পলাতক ছিলেন। মডেলের করা ধর্ষণ মামলায় আজ উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু এই মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে, আশা করছি এতে কারা কারা জড়িত ছিলেন তার আসল রহস্য উন্মোচন হবে।’

এ বিষয়ে অভিযুক্ত মডেল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করলে আরও বেশি ভালো লাগতো। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। আশা করি ন্যায় বিচার পাবো।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী মডেল।

মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামে দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে অজ্ঞাতনামা সেই ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করেন সেই মডেল; যার নাম আবুল হাসেন। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেয়া হয়।

এ সময় আসামিরা তার আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শীর্ষনিউজ