Image description
 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) তে সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে লড়ছেন উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এর সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি। 

আমরিন জাহান অপি সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে তিনি এই পদে নির্বাচন করছেন। 

এই বিষয়ে তিনি বলেন, "আমি সংগীত বিভাগের একজন শিক্ষার্থী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে আমার পড়াশোনা। উনার বিদ্রোহী গান, লিখা আমাকে অনুপ্রাণিত করেছে বরাবরই। এছাড়া ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে আমার একাত্মতা রয়েছে। বাউল শিল্পীদের হামলার প্রতিবাদে আমি আয়োজন করেছি 'বাউল বসন্ত'। এছাড়াও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কন্ঠস্বর হয়ে দাঁড়িয়েছি বহুবার। এই কন্ঠস্বর জারি রাখতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ে এসে যেই সমস্যার সম্মুখীন হয়েছি সেটা যাতে অন্য শিক্ষার্থীদের আর না ভোগায় আমি কাজ করে যাবো। শিক্ষার্থীদের বলতে না পারা কথা তাদের কন্ঠস্বর হয়ে বলতে পারবো বলে আমি নিজেকে যোগ্য মনে করছি। আর সেটা শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে মূল্যায়ন করবে বলেই আমি আশাবাদী। 

 

তিনি আরও বলেন, "একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমি প্রথমেই বলবো একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান শক্তিই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসমাজ। আর এই শিক্ষার্থীদের জন্য কাজ করার কোনো বিকল্প নেই। আমি প্রথমেই যে বিষয়ের সাথে কাজ করতে চাই সেটি হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও সুবিধা যা নিয়ে আমরা আন্দোলন করে যাই বছরের পর বছর। এমনকি আবাসন বৃত্তির জন্য শেষ যে আশ্বাস দিলো সেটার এখনো কোনো খোঁজ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি জায়গায় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য কষ্ট করতে হয় সেই অব্যবস্থাপনা নিয়েই আমার প্রথম কাজ হবে। সকল জাতিগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক কাজ করতে চাই। আমি একজন নারী হিসেবে নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।"

 

এছাড়া ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, নারীদের সর্বোচ্চ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে সেটা সচল করা, মেডিকেল সেন্টার থেকে সর্বোরোগের মহৌষধ প্যারাসিটামল ছাড়াও রোগ অনুযায়ী অন্যান্য ঔষধ সর্বরাহ নিশ্চিতকরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সরাসরি সংযোগ ও জবাবদিহিমূলক কার্যক্রম নিশ্চিতকরণে কাজ করবো।
শিক্ষার্থীসমাজের কল্যাণের জন্য যে সকল কাজ প্রধান সেগুলোতে অগ্রাধিকারে থাকবে।