Image description
 

ভূমিকম্প এমন একটি মুহূর্ত, যখন মানুষ তার দুর্বলতা গভীরভাবে অনুভব করে এবং আল্লাহর কাছে আশ্রয় চায়। বিপদ–আপদ, ভয়–ভীতির সময় আল্লাহর জিকির, দোয়া ও ইস্তিগফারই ইমানদারের সবচেয়ে বড় শক্তি। রাসুলুল্লাহ (সা.) শিখিয়েছেন—বিপদের মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়াই হচ্ছে নিরাপত্তার একমাত্র পথ। তাই ভূমিকম্পের সময় পড়ুন ছোট্ট ছোট্ট ৪টি দোয়া—

 

১.  اللَّهُمَّ لَا تُؤَاخِذْنَا بِذُنُوبِنَا، وَلَا تُهْلِكْنَا بِغَضَبِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা লা তুআখিজনা বিজুনুবিনা, ওয়া তুহলিকনা বিগাদাবিকা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের গুনাহের কারণে আমাদের পাকড়াও করো না এবং তোমার গজবে আমাদের ধ্বংস করো না।’

২. حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।

অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।’

৩. يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু, বিরাহমাতিকা নাস্তাগীস।

অর্থ: ‘হে চিরঞ্জীব, হে পালনকর্তা! তোমার রহমতই আমাদের সাহায্য।’

৪. أستغفرُ اللهَ العظيم

উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল আজিম।’

অর্থ: ‘আমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাই।’

 

ভূমিকম্প শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়—এটি আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তোলে, আল্লাহর মহিমার সামনে বিনয় শেখায়। এ সময় দোয়া, ইস্তিগফার ও তওবাই মুমিনের ঢাল। যে আল্লাহ পৃথিবীকে কাঁপান, তিনিই আবার তা স্থির করেন। তাই বিপদের মুহূর্তে তাঁরই দিকে ফিরে যাওয়া আমাদের জন্য সর্বোত্তম কাজ।