রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী বাড্ডায়।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৭০।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়; রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।
এরও আগে, গতকাল শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১১ জন নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।