জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিভিন্ন কার্যকলাপ ক্রমশই প্রকাশিত হচ্ছে। গত ১৫ বছরে হাসিনার শাসনামলে প্রতিটি উন্নয়নমূলক কাজ শেখ হাসিনার পরিবারের ব্যক্তিবর্গের নামে উদ্বোধন করা হতো। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে, গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও নামকরণ করা হতো শেখ হাসিনা কিংবা তার পরিবারের কোনো সদস্যদের নামে।
আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেন, "শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠান আর স্থাপনার তালিকা করতে ১৬০ পৃষ্ঠার নোটবুক দরকার হয়েছে।" শফিকুল আলম আরো মন্তব্য করেন, "এ থেকে প্রমাণিত হয় যে, শেখ হাসিনা প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকাকালে সবকিছুর উর্ধে উঠে তার পরিবারকে অগ্রাধিকার দিতো।" ১৬০ পৃষ্ঠার বইটির কপি বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, এবং অনলাইন মিডিয়া সেন্টারেও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শফিকুল আলমের ফেসবুক পোস্টে একজন ব্যঙ্গ করে কমেন্ট করেছেন, "হাসিনা একজন পরিবারকেন্দ্রিক নারী ছিলেন দেখেই সবকিছু পরিবারের নামে করেছেন।"