Image description

কেরোসিন ঢেলে গামছায় আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী শাখায় এ ঘটনাটি ঘটেছে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ব্যাংক ভবনের বাইরে অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে একটি গামছায় আগুন লাগিয়ে দেয়। নৈশ প্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত সবাইকে অবহিত করেন। খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা এবং কেন এ ঘটনার সঙ্গে জড়িত— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টির তদন্ত চলছে। এ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে আমতলীর এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম কালবেলাকে বলেন, নলুয়াবাগীর গ্রামীণ ব্যাংক শাখাটি আমতলীর আওতাধীন। আমি সেখানে গিয়েছিলাম। আমাদের শাখা ভবনের বাইরে গামছা জাতীয় কিছু একটা পুড়ছিল। তবে কোনো ধরনের ক্ষতি হয়নি। তবু আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি।