Image description

সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির দায়ে আবদুল নূর (৮০) নামে এক ব্যক্তিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ গণমাধ্যমেক বলেন, ২০১৩ সালের ২৫ মার্চ কোতোয়ালী থানার সিনেমা প্যালেসের মেইন গেইটের সামনে থেকে সরকারি ওষুধসহ আবদুল নূরকে আটক করা হয়।

ওষুধগুলো কোনো ফার্মেসীতে বিক্রির জন্য বহন করছিল। সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুল নূরকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ