Image description
 

সরকারি অফিসে প্রবেশ করে কৌশলে ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টার সময় আটক হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নুপুর আক্তার (৩৫)।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আত্মহত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী নুপুর আক্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিয়ে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল নুপুর আক্তার। 

 

গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল্লাহ জানিয়েছেন-নুপুর আক্তারের বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দুইটি এবং যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি জিএম আব্দুর রব জানিয়েছেন, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে যান। এ সুযোগে এক নারী অফিস রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। 

এ সময় কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখে ডাক চিৎকার শুরু করেন। পরবর্তীতে অন্যান্য স্টাফরা এগিয়ে এসে রুমের দরজা ভেঙ্গে ওই নারীকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নুপুর আক্তার নামের ওই নারীকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-এ ঘটনায় আটক নুপুর আক্তারের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।