একটি মামলায় অনিচ্ছাকৃত ভুল উচ্চারণ থেকে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির জন্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত নামে এক নারী। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
মবিনা জান্নাত বলেন, আমার দায়ের করা একটি মামলার আসামি মোকাদ্দেস হানিফ। তার বিষয়ে গত ২৫ মে সংবাদ সম্মেলন করার সময় ভুল তথ্য, বিভ্রান্তিকর ফোন কল এবং চক্রান্তমূলক পরিস্থিতির ফাঁদে পড়ে অজান্তে ব্যারিস্টার কায়সার কামাল স্যারের নাম ভুলভাবে উচ্চারণ করি। যাচাই না করে একজন সম্মানিত আইনজীবীর নাম মুখে আনা আমার দায়িত্বজ্ঞানহীন কাজ ছিল। ব্যারিস্টার কায়সার কামাল যেভাবে ধৈর্য, মানবিকতা ও প্রজ্ঞা দেখিয়েছেন, তা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি একজন মা হিসেবে আমার সন্তানের নিরাপত্তা, অধিকার ও ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত লড়াই করছি। মানসিক চাপের মধ্যেও কখনো ভুল শব্দ বের হয়ে যেতে পারে। আর এই ভুলকে কেন্দ্র করে আসামি মোকাদ্দেস হানিফ ও তার প্রভাবশালী মহল বিষয়টিকে অপব্যবহার করার চেষ্টা করেছে। কিছু অসৎ ব্যক্তি তার নামে অপপ্রচার চালিয়েছে, যা আমি আগে জানতাম না বা অনুমান করতে পারিনি।
বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একজন সম্মানিত আইনজীবীর নাম উচ্চারণ করে যে কষ্ট আমি দিয়েছি, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি আমার ভুল বুঝেছি। জাতির সামনে দাঁড়িয়ে কায়সার কামাল স্যারের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে এসময় আশা ব্যক্ত করেন তিনি।