Image description

এক সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করা আওয়ামী লীগের হাতেই বাতিল হয়েছিলো নির্দলীয় এ সরকার ব্যবস্থা। দলীয় সরকারের অধীনে তিনটি নির্বাচনই জন্ম দেয় বিতর্কের। ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভ থেকে ঘটে গণবিস্ফোরণ। ১৬ বছর পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 
আপিল বিভাগ বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
 
১৯৯০ সালে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর টানা চার নির্বাচন হয়েছে নির্দলীয় সরকারের অধীনে। আর এসব নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে পালাবদলের মাধ্যমে সরকারে আসে আওয়ামী লীগ ও বিএনপি।
 
 
তবে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আর এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলা বাতিলের রায়কে ঢাল হিসেবে তুলে ধরে আওয়ামী লীগ সরকার।
 
এ নিয়ে রাজনৈতিক তুমুল বিরোধের মধ্যেই ২০১৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে হাঁটে তৎকালীন সরকার। বিএনপিসহ সমমনা দলগুলোর বর্জন আর তীব্র আন্দোলন সত্ত্বেও একতরফাভাবে নির্বাচনী বৈতরণী পার করে আওয়ামী লীগ। বিতর্কিত সে নির্বাচনে ১৫৩ আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয় বিনা ভোটে।
 
বিতর্কের ঊর্ধ্বে ছিল না পরের নির্বাচনও। সরকারের সর্বোচ্চ মহলের আশ্বাসে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও ভোটের দিন রচিত হয় আরেক কলঙ্কিত অধ্যায়। ‘নিশিরাতের ভোট’ হিসেবে পরিচিতি পাওয়া সে নির্বাচনে মাত্র সাতটি আসন দেয়া হয় বিএনপি নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্টকে।
 
 
আরেক নির্বাচনে তিক্ত অভিজ্ঞতায় তত্ত্বাবধায়ক দাবিতে পরবর্তীতে মাঠের কর্মসূচি আরো জোরালো করে বিএনপিসহ সমমনা দলগুলো। তবে বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করেই আরেকটি বিতর্কিত নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ সরকার। বেশিরভাগ রাজনৈতিক দল বর্জন করায় দ্বাদশ সংসদ নির্বাচন পরিচিতি পায় ‘ডামি নির্বাচন’ হিসেবে।
 
এক সময় তত্ত্বাবধায় সরকার ব্যবস্থার দাবিতে তীব্র আন্দোলন করা আওয়ামী লীগের হাতেই বাতিল হয় নির্দলীয় এ সরকার ব্যবস্থা। যার ফলাফল, টানা তিনটি বিতর্কিত নির্বাচন।
 
বিপরীতে মাঠের আন্দোলনের পাশাপাশি তত্বাবধায়ক ফেরাতে আইনি লড়াইও চালায় বিএনপি। অবশেষে দীর্ঘ শুনানি আর যুক্তিতর্ক উপস্থাপন শেষে নির্দলীয় এ সরকার ব্যবস্থা আবারো ফিরলো, সর্বোচ্চ আদালতের রায়ে।