ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়।
আগুন নেভানোর পর দেখা যায় একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে এবং অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাওডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। সেখানে পেট্রলও পাওয়া যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। এ সময় একদল দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রল দিয়ে ট্রেনে আগুন দেয়।’
তিনি বলেন, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেয়। তবে তাকে ধরা সম্ভব হয়নি।’