বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও আমেরিকান বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার ডি হাস সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। গতকাল বুধবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে তিনি ঢাকায় আসেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র। সফরকালে পিটার হাস ঢাকার লা মেরিডিয়েন হোটেলে অবস্থান করবেন।
নির্ভরযোগ্য সূত্র বলছে, ঢাকায় অবস্থানকালে পিটার হাস গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পূর্বপরিচিত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সাবেক এই মার্কিন কূটনৈতিক আগামীকাল ৭ নভেম্বর মধ্যরাতে ঢাকা বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত ও পরিচিত নাম পিটার ডি হাস, যিনি ২০২২-২৪ সময়কালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দৃশ্যমান তৎপরতার জন্য বরাবরই তিনি ছিলেন আলোচনায়। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭ সেপ্টেম্বর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এর মাত্র তিন দিনের ব্যবধানে ১ অক্টোবর কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন এক্সিলারেট এনার্জিতে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। সেই সুবাদে কূটনীতিকের ভূমিকা ছাড়ার পরও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। আর কূটনীতিক হিসেবে অতীতে তার ভূমিকার কারণে বাংলাদেশে তার প্রতিটি সফর ঘিরেই থাকে কৌতূহল, শুরু হয় নানামুখী আলোচনা। একই কারণে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এবারের ঢাকা সফরও জুগিয়েছে আলোচনার খোরাক।