Image description
 

অভিনব কৌশলে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর দাশগুপ্ত একটি বড় স্টিলের ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে বসে নদীপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। ট্যাঙ্কের চারপাশে ভেসে থাকার জন্য খালি ৫ লিটারের পানির বোতল লাগানো ছিল। লগি-বৈঠার সাহায্যে তিনি সীমান্ত নদী ইছামতি ও কালিন্দী পেরিয়ে বসন্তপুর চৌমুহনী হয়ে কাকশিয়ালী নদী দিয়ে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাটে ওঠেন।

স্থানীয়রা সন্দেহজনকভাবে ট্যাঙ্কটি ভাসতে দেখে নৌকা নিয়ে কাছে গেলে এর ভেতর একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি কোনো বিশেষ উদ্দেশ্যে, সম্ভবত মাদক বা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থেকে এই অভিনব পদ্ধতিতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় বিষয়টি আরও সন্দেহজনক বলে মনে করছে বিজিবি।

বিজিবির সুবেদার এনামুল হক জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বুধবার (২৯ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে । পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।