Image description
 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। পরের দিন, অর্থাৎ ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা।

এরপর ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং সবশেষ ২৩ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হবে।