Image description

গাজীপুরে টঙ্গী বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে গুম ও নির্যাতনের ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘নারায়ে তাকবির- আল্লাহ আকবর’, ‘অ্যাকশন, অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন', `হিন্দুত্ববাদি ইসকনের এ বাংলায় ঠাঁই নায়', `আবু সাঈদের বাংলায়-ইসকনের ঠাঁই নাই', `তিতুমীরের বাংলায়-ইসকনের ঠাঁই নাই', `শাহজালালের বাংলায়-ইসকনের ঠাঁই নাই', `ইসকন জঙ্গি-স্বৈরাচারের সঙ্গী', `ইসকন হটাও-বাঁচাও দেশ', `অপহরণ ধর্ষণ-ইস্কন ইস্কন' ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, ইসকনের হাতে শিশু নির্যাতন, ধর্ষণ ও ভূমি দখলের ঘটনা বেড়েই চলেছে। মুসলিম মেয়েদের টার্গেট করা হচ্ছে, আর পুলিশ এসবকে ‘প্রেমের কাহিনি’ বলে আড়াল করছে। সম্প্রতি বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী শীশান্ত রয় এক মুসলিম নারী শিক্ষার্থীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করেছে। আমরা সারাদেশে রাষ্ট্রীয়ভাবে সংগঠনটি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি।