Image description

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় তানভীর (১৪) নামের এক কিশোর কর্মচারীর পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকার মোস্তফা প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তানভীর চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারসহ কামরাঙ্গীরচর কয়লাঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

 

আহত তানভীরের সহকর্মী মো. মামুন জানান, সন্ধ্যায় একই কারখানার দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টুমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তানভীরের বাবা মানিক মিয়া জানান, আমি জানতে পারি কারখানার কয়েকজন কর্মচারী কম্প্রেসার মেশিন দিয়ে আমার ছেলের পায়ুপথে বাতাস ঢুকিয়েছে। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলেকে অসুস্থ অবস্থায় ১০১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালের ১০১নং ওয়ার্ডে ভর্তি দেন। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।