Image description

সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক আহত হয়েছেন। এরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাউজপাড়া এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ গাড়িটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।