Image description
 

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

সোমবার ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

পৃথক বিশ্ববিদ্যালয় করার দাবি পূরণ না হলেও নিজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখার দাবিতে এবার তারা আন্দোলনে নেমেছেন।

পোস্টে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করছেন। ফলে গুলশান ১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি চলাচল করতে পারছে না।

অর্ধশতাধিক শিক্ষার্থী সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নিলে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে তৈরি হয় যানজট।

বনানী থানার পরিরদ্শক (অপারেশসনস) এ কে এম মইনুদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।”

এক্ষেত্রে নিচে বর্ণিত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো–

১. উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো যারা আমতলী হয়ে গুলশান ১-এর দিকে যাবেন, তারা কাকলী বামে টার্ন করে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

২. যারা জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে এসে আমতলী-গুলশান-১ এর দিকে যাবেন তারা সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) ও আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যের দিকে যেতে পারবেন।

৩. এ ছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে।

৪. জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।