Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ থেকে জিএস পদে প্রার্থী মেঘমল্লার বসু ভোটের ফলাফলের পর ফেসবুকে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি তার পোস্টে নির্বাচনের প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেন।

 

বসু লিখেছেন, নির্বাচনে প্রগতিশীল শক্তিকে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, "পোস্ট-আইডিয়োলজি বলে কিছু নেই। এগুলো কেবল গর্দানকে তলোয়ারের সঙ্গে মিটিংয়ে বসানোর ধান্দা। এই সব বুজরুকির খানা ব্যালট গণনার সঙ্গে শেষ হয়ে গেছে।"

তিনি তার নির্বাচনী অভিজ্ঞতা শেয়ার করে উল্লেখ করেন, বিভিন্ন অপপ্রচারের মধ্যেও একমাত্র অশিবির প্রার্থী হেমা চাকমা জিতেছেন। নিজের ফলাফলের প্রসঙ্গেও বসু বলেন, "আমি প্রায় ৫০০০ ভোট পেয়েছি, বিভিন্ন সম্মিলিত আক্রমণের মুখেও।" তবে তিনি স্বীকার করেন, নির্বাচনে কিছু বড় শক্তি প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি এবং ভোট প্রক্রিয়ায় কিছু অনিয়মের বিষয়ও উপস্থিত ছিল।

 

বসু তার পোস্টে উল্লেখ করেন, "গিভ পিপল এ প্রপার অল্টারনেটিভ ভিশন। চ্যালেঞ্জ পিপল। আপনার বিশ্বাসে ফার্ম থাকুন। শত্রুর সামনে দৃঢ় আর মানুষের সামনে বিনয়ী হয়ে লড়তে থাকুন। মানুষকে জয় করা সম্ভব।"

 

তিনি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, "ত্রিশ বছর ধরে পিছাইসি। ১৫ দিনে সব কিছু সম্ভব নয়। মানুষকে সমর্থন দিতে হলে অপমান, অত্যাচার ও নিগ্রহ সহ্য করতে হবে। ভোরের আগেই রাত সবচেয়ে অন্ধকার দেখায়।"

বসু আরও বলেন, কোনো শর্টকাট নেই; সংগ্রাম এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে প্রগতির জন্য লড়াই চালিয়ে যেতে হবে।