Image description

জাকসু নির্বাচন কমিশন অফিসে স্বেচ্ছাসেবক দলনেতার উপস্থিতি জাকসু নির্বাচন হুমকির মুখে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

জাকসু নির্বাচন কমিশনে স্বেচ্ছাসেবক দল নেতা

এর আগে রাত সাড়ে ১১ টার সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভিকে নির্বাচন কমিশনের ভেতরের কক্ষে প্রবেশ করতে দেখা যায়।

এছাড়াও একই সময়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় পিছু নেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য  মশিউর রহমান রোজেন (৪০ ব্যাচ)। এসময় এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন রোজেন।

এ বিষয়ে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রার্থীরা।