Image description

মডেল মেঘনা আলম তার জব্দকৃত ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি নিয়ে ‘রাষ্ট্রবিরোধী উপাদান রয়েছে’—এমন সংবাদ প্রকাশ করায় একাধিক সংবাদমাধ্যমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে তিনি কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন এবং কারও বিরুদ্ধে মামলা করারও ইঙ্গিত দিয়েছেন।

বিষয়টি সামনে আসে আজ বুধবার যখন মেঘনা আলম একাধিক গণমাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলার এক আদেশে তদন্ত কর্মকর্তাকে জব্দ করা আলামত বিষয়ে ফরেনসিক প্রতিবেদন দিতে বলেন।

কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে মেঘনা আলম বলেন, ‘আদালতের আদেশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনগুলোতে একাধিক তথ্যগত ভুল, বিভ্রান্তিকর ব্যাখ্যা ও জনমনে অপ্রয়োজনীয় ভীতি সৃষ্টিকারী বক্তব্য রয়েছে, যা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, আদালত কোথাও মেঘনা আলমকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অভিযুক্ত করেননি। বরং তার জব্দকৃত ব্যক্তিগত জিনিসপত্র কেন এখনো ফেরত দেওয়া হয়নি, সে বিষয়ে তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত ফরেনসিক প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।

মেঘনা আলমের দাবি, এ ধরনের সংবাদ তার বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, ইচ্ছাকৃতভাবে মানহানি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রচারিত হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে সংশোধন বা প্রত্যাহার করতে হবে এবং আদালতের আদেশ অনুযায়ী সঠিক তথ্য তুলে ধরতে হবে। অন্যথায় ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।