Image description

চাঁদপুর শহরের লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল-আমিন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তারা চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করেন।  আল-আমিন সদ্য এসএসসি পাস করা ছাত্র। সে চাঁদপুর গনি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

শনিবার বিকালে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠ সংলগ্ন লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত ৯টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আল-আমিনের সাত সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় চাঁদপুর মডেল থানা পুলিশ।

ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।