
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আদালতে হাজির করার সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ।
আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। দুপুর সাড়ে ৩টায় শুনানি শুরু হয়।
পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ১৩ নাম্বার আসামি দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।
এছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।