Image description
ড. শুচিতা শরমিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। তবে প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছেন সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম। 

বৃহস্পতিবার (৯ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘প্রজ্ঞাপনটি ভুয়া। এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।’

তবে শুচিতা শরমিনের বিরুদ্ধে নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মতামত দিয়েছে সংস্থাটি। ইউজিসির মতামত এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির মধ্যে ভিসিকে অপসারণের প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

প্রসঙ্গত,  বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের ৬৬ বছর বয়স পূর্তিতে গত ১ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার কথা থাকলেও ভিসির একক সিদ্ধান্তে বিধিমালার বাইরে গিয়ে দায়িত্ব চালিয়ে যেতে তাকে পত্র দেওয়া হয়। একই কৌশলে আইনের তোয়াক্কা না করে ভিসি একক সিদ্ধান্তে একজনকে পিএ টু ভিসি এবং আরেকজনকে পিএ টু রেজিস্ট্রার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন।