Image description

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচার হাসিনার তৈরি শাহবাগ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তার  হঠাৎ দাবি নিয়ে সক্রিয় হওয়ার প্রতিবাদ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। একই সঙ্গে প্রতিবাদ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঢাবির ৭১ হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা ২০১৩ সালের শাহবাগীদের নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছে টিএসসি এলাকায়।  

শ্লোগানে শিক্ষার্থীরা বলেন, শাহবাগিরা হামলা করে ইন্টারিম কী করে। শাহবাগ শাহবাগী বিচার তোরা পাবি পাবি। তোরো এর শাহবাগ তুই বাঙলার অভিশাপ। শাহবাগিতার সময় শেষ, বিচার চায় বাংলাদেশসহ নানা স্লোগান। এদিকে লাকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পরলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পেজে লিখেছেন, ‌‘বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দেশবিরোধী শক্তি। তারাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে।

শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান এবং পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষাকবচ। শাহবাগের মবোক্রেসিই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহীদ করেছে। শহীদ করেছে প্রতিবাদী নাগরিক, উলামা, হুফফাজ ও কারীদের।  

সেই জায়গায় শাহবাগের পুনর্বাসনের কোনো প্রশ্নই উঠে না। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনকিলাব জিন্দা রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

জুলাইয়ের যে প্রজন্ম ফ্যাসিবাদ, মুজিববাদ, শাহবাগীতার পতন ঘটিয়েছে, সেই প্রজন্ম যেকোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে কুণ্ঠাবোধ করবে না।'

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, গায়ে এক ফোটা রক্ত থাকতে আর শাহবাগ হইতে দিবো না, ইনশাআল্লাহ। জান দেবো, জুলাই দেবো না!