Image description

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, ‘সেখানে একটি স মিলে আগুন লেগেছে। প্রথমে আমাদের দুটি ইউনিট ও পরে আরো একটি ইউনিট যোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’