মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘণ্টা পরে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সরাসরি গুলি চালানোর সামরিক কার্যকলাপের ঘোষণা দিয়েছে ইরান। এ কারণে বিমানবাহিনীর কাছে একটি নোটিশ (এনওটিএএম) জারি করেছে, যা এই অঞ্চলে তীব্র উত্তেজনার প্রতিফলন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত হয়েছে নোটিশটি। এতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে, ইরানি বাহিনী ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত প্রণালীর চারপাশে পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ-ফায়ার মহড়া চালাবে।
নোটিশে বলা হয়, নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমি স্তর থেকে ২৫,০০০ ফুট পর্যন্ত, সামরিক কার্যকলাপের সময়টা বিপজ্জনক বলে ধরা হবে।
হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি কৌশলগত বাধা, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এখান দিয়ে যাতায়াত করে। সেখানে যেকোনো বিঘ্ন প্রায়শই আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট সৃষ্টি করে এবং ভূ-রাজনৈতিক উদ্বেগকে বাড়িয়ে তোলে।
এদিকে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে (এনওটিএএম) এই পদক্ষেপ গ্রহণ করেছে ইরান, কারণ মার্কিন বিমান বাহিনীও বিশাল এলাকা জুড়ে প্রস্তুতিমূলক মহড়া ঘোষণা করেছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টেকসই ক্ষমতা প্রদর্শন করা।
ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, তেহরানের সাথে মোকাবিলা করার জন্য সমস্ত বিকল্প এখনও টেবিলে রয়েছে। যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের প্রভাব মোকাবেলা করার চেষ্টা করছে। এর আগেও ইরানের সাথে ১২ দিনের সংঘাতে ইসরাইলকে সমর্থন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, যেকোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে তারাও প্রস্তুত রয়েছে।
ইরানে কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক সংকট থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকার বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। পরে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া থেকে সরে আসে।
এদিকে, ইরানের সাথে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পৌঁছেছে।
কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে, যা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে আসে। সূত্র: জিও নিউজ
শীর্ষনিউজ