Image description

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য থেকে কেবল বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে। রোববার সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, গোয়াহাটির আশেপাশের পাহাড়ে বসবাসকারী যেকোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেয়া হবে। খবর দ্য হিন্দুর।

তিনি বলেন, ‘আসামে কেবল ‘মিয়া’দের উচ্ছেদ করা হচ্ছে। অসমীয়দের কীভাবে উচ্ছেদ করা যেতে পারে।’

‘মিয়া’ মূলত আসামে বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ। অনেক অ-বাঙালি ভাষাভাষী মানুষ তাদের এই নামে ডেকে বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করেন।

মুখ্যমন্ত্রী শর্মা অভিযোগ করে বলেন, গোয়াহাটি পাহাড়ে সম্ভাব্য উচ্ছেদের গুজব ছড়াচ্ছে সংবাদমাধ্যম। তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত যখন একটি উচ্ছেদও হবে না, তখন পাহাড়ে বসবাসকারীরা বুঝবেন যে মিডিয়াই তাদের অকারণে আতঙ্কিত করেছে।’

তিনি জানান, সরকার পাহাড়ে বসবাসকারীদের ভূমি অধিকার দেয়ার উদ্যোগ নিচ্ছে। তবে একইসঙ্গে তিনি বলেন, পাহাড়ে বসবাসকারী যেকোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেয়া হবে। কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম ভোট তোষণের অভিযোগ তুলে হিমন্ত শর্মা বলেন, ‘কংগ্রেস বলেছে, তারা দলীয় টিকিটের জন্য ৭৫০টি আবেদন পেয়েছে। কিন্তু তারা বলেনি, এর মধ্যে ৬০০ জনই ‘মিয়া’। মাত্র ১২০ থেকে ১৩০ জন আবেদনকারী হিন্দু।’

শীর্ষনিউজ