Image description
 

ক্ষতিকর কনটেন্ট তৈরির অভিযোগে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং এর চ্যাটবট গ্রককে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিতে অ্যাপল ও গুগলের প্রতি আহ্বান জানিয়েছে নারী অধিকার সংগঠন ও প্রযুক্তি নজরদারি গোষ্ঠীগুলোর একটি জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে।

বুধবার প্রকাশিত এক খোলা চিঠিতে জোটটি অভিযোগ করে, এসব প্ল্যাটফর্ম অবৈধ ও নির্যাতনমূলক কনটেন্ট ছড়িয়ে দিতে সহায়তা করছে। নারীবাদী সংগঠন আলট্রাভায়োলেটের ক্যাম্পেইন পরিচালক জেনা শারম্যান বলেন, “তাদের অ্যাপ স্টোরের মাধ্যমেই এমন একটি ব্যবস্থা চালু রাখা হচ্ছে, যার ফলে বিশেষত নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ যৌন নির্যাতনের শিকার হচ্ছে।”

নারী ও অপ্রাপ্তবয়স্কদের ঘিরে যৌনতার প্রতি উত্তেজক, অপমানজনক ও শিশুদের যৌনায়িত ছবি গ্রকের মাধ্যমে তৈরি হওয়ার অভিযোগের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমালোচকদের মতে, এসব কনটেন্ট অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরের নীতিমালার পরিপন্থী। এই প্রচারণায় আলট্রাভায়োলেট, ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন, মুভঅন এবং প্যারেন্টস টুগেদার অ্যাকশনসহ একাধিক সংগঠন যুক্ত রয়েছে।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এক্স। তবে এর মূল প্রতিষ্ঠান এক্সএআই এসব সমালোচনাকে মিথ্যাচার বলে দাবি করেছে।” অ্যাপল ও গুগলও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এরই মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গ্রোক নিষিদ্ধ করেছে, আর ইউরোপ ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এক্স দাবি করেছে, গ্রোকের তৈরি ছবি আর প্রকাশ্যে পোস্ট করা যায় না। তবে রয়টার্সের এক পরীক্ষায় দেখা গেছে, অনুরোধ করলে চ্যাটবটটি এখনও যৌন উত্তেজক ছবি তৈরি করতে পারে। জেনা শারম্যান বলেন, এ বিষয়ে অ্যাপল ও গুগলের অবস্থানই দেখাবে, বাস্তবে তাদের মূল্যবোধ কী।

এর আগে গ্রোকের মাধ্যমে নারী ও অপ্রাপ্তবয়স্কদের ঘিরে যৌন উত্তেজক কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়। এর প্রেক্ষিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গ্রক নিষিদ্ধ করে, আর ইউরোপ ও যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়, যা প্রযুক্তি কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।