Image description

যুক্তরাষ্ট্র সরকার মঙ্গলবার ঘোষণা দিয়েছে, দেশটিতে বসবাসরত সোমালি নাগরিকদের জন্য থাকা ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)’ বাতিল করা হচ্ছে। এর ফলে আইনি সুরক্ষা হারানো সোমালি নাগরিকদের আগামী ১৭ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে মিনেসোটা অঙ্গরাজ্যে, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সোমালি সম্প্রদায় বসবাস করে।

মধ্য-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটি বর্তমানে অভিবাসন কর্মকর্তাদের অভিযান ও তল্লাশির কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে মিনিয়াপোলিসে একটি অভিযানের সময় এক কর্মকর্তা গুলি করে এক স্থানীয় নারীকে হত্যা করলে সেখানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে মিনেসোটা অঙ্গরাজ্য আইসিইর অভিযানের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে। কোনো ফেডারেল বিচারক সেই আবেদন মঞ্জুর করলে রাজ্যে চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হতে পারে। এসব অভিযানে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর (ডিএইচএস) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সোমালিদের জন্য টিপিএস বাতিল করা হচ্ছে। পোস্টে বলা হয়, “আমাদের বার্তা পরিষ্কার—নিজ দেশে ফিরে যান, নইলে আমরা আপনাদের ফেরত পাঠাব।”পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি যুক্ত করে একই বার্তা পুনরায় প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল, “আমি এখন অধিনায়ক”—যা ‘ক্যাপ্টেন ফিলিপস’ চলচ্চিত্রের একটি সংলাপের প্রতি ইঙ্গিত।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন মিনেসোটার সোমালি অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে। রাজ্যটিতে প্রায় ৮০ হাজার সোমালি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। তাদের বিরুদ্ধে বড় অঙ্কের সরকারি সহায়তা জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।