Image description

অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশটির মিনেসোটা রাজ্যে এক নারীকে হত্যার আগে ইমিগ্রেশন কর্মকর্তার মোকাবিলার শেষ মুহূর্তের একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নাগরিকদের মধ্যে ক্ষোভ ও বিতর্ক আরও তীব্র হয়েছে।

 

 

শনিবার (১০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ৪৭ সেকেন্ডের এবং এটি প্রকাশ করেছে মিনেসোটা ভিত্তিক কনজারভেটিভ নিউজ সাইট আলফা নিউজ। এরপর এটি সোশ্যাল মিডিয়ায় পুনঃপ্রকাশ করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ভিডিওতে দেখা যায়, আইসিইর কর্মকর্তা জোনাথন রস নিজের ফোনে দৃশ্যটি ধারণ করছেন।

 

 

 

 

 

অভিবাসী নারীকে গুলির ঘটনায় মিনিয়াপোলিস থেকে ম্যানহাটন সবখানেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে (আইসিই) দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান তারা। গত বৃহস্পতিবার সকালে প্রায় এক হাজার বিক্ষোভকারী মিনিয়াপোলিসে অভিবাসন আদালতের সামনে জড়ো হয়েছেন। এ সময় ফেডারেল কর্মকর্তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের খুনি স্লোগান দিতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার বল ছুড়তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

 

 

মার্কিন ওই নারী নিহতের ঘটনায় নিউইয়র্ক সিটির ম্যানহাটনেও বিক্ষোভ করেন শত শত মানুষ। এই হত্যাকাণ্ডের জন্য আইসিইকে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এমনকি আইসিইর বাজেট বাতিলের সঙ্গে সঙ্গে সংস্থাটি ভেঙে দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনে এর অর্থ ব্যয়ের দাবি তোলেন বিক্ষুব্ধরা।