Image description
 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় পৃথক অভিযানে ১১ জন ‘ভারত–সমর্থিত’ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর সামা টিভি’র

 

শনিবার (১০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে দুটি পৃথক গোয়েন্দা-নির্ভর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘ফিতনা-উল-খারাজ’ নামের একটি ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়।

অভিযানের সময় তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময় কুররম জেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

দেশটির আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন চলবে। এসব অভিযান ফেডারেল সরকারের অনুমোদিত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) আওতায় ‘আজম-ই-ইস্তেহকাম’ কৌশলের অংশ।