জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ এর বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই শেষ হচ্ছে। তবে সংগীতশিল্পী তাহসানের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, মেয়ে আইরা তাহরিম খানের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে দম্পতির মধ্যে দূরত্ব ও টানাপড়েন তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে নিয়ে যায়।
গত বছরের শুরুতে রোজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিয়ে করেছি এবং খুব খুশি।” কিন্তু মাত্র এক বছরের মাথায় দুইজন গত বছরের জুলাই থেকে আলাদা থাকা শুরু করেন এবং শেষদিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ফেব্রুয়ারিতে।
তাহসানের ঘনিষ্ঠ সূত্রের মতে, বিচ্ছেদের পেছনে মূল কারণ হলো মেয়ে আইরার জন্য মিথিলার সঙ্গে রোজার যোগাযোগ মেনে নিতে না পারা। এছাড়া অন্যান্য সম্ভাব্য কারণ হিসেবে দেখা যাচ্ছে:
দূরত্ব ও জীবনযাপনের পার্থক্য: দীর্ঘ সময় আলাদা দেশে অবস্থান ও দৈনন্দিন জীবনের ভাগাভাগি না থাকায় মানসিক দূরত্ব তৈরি।
পেশাগত চাপ ও ব্যস্ততা: তাহসান একজন সক্রিয় শিল্পী, আর রোজাও নিজের কর্মজীবনে ব্যস্ত থাকায় জীবনের গতি মিলছিল না।
জনদৃষ্টি ও সামাজিক চাপ: তাহসানের ব্যক্তিগত জীবন বরাবরই জন আলোচনার কেন্দ্রে, যা সম্পর্কের ওপর মানসিক চাপ তৈরি করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার পার্থক্য: লক্ষ্য, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল না থাকলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়।
বয়সের ব্যবধান: ৪৬ বছর বয়সী তাহসানের সঙ্গে রোজার বয়সের পার্থক্য ১২ বছরের বেশি।
পারিবারিক সম্পর্ক: ঘনিষ্ঠ সূত্রের মতে, মেয়েকে কেন্দ্র করে পরিবারের কিছু জটিলতা বিচ্ছেদের মূল কারণ।
তাহসান ও রোজা এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে শোবিজ অঙ্গন এবং ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোই এ ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল ও দায়িত্বশীল অবস্থান।
ঢাকাটাইমস