Image description

সৌদি আরব এবার পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে আগ্রহী। খবরটি রয়টার্স জানিয়েছে। সূত্রের মতে, এ চুক্তি পাকিস্তানকে দেওয়া সৌদি ঋণের আওতায় হতে পারে। দুই দেশের মধ্যে চলমান আলোচনা অনুযায়ী, প্রায় দুই বিলিয়ন ডলারের ঋণকে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া চলছে।

 

সৌদি আরব ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক আধিপত্য বজায় রাখতে এই অত্যাধুনিক বিমান সংগ্রহ করতে চাইছে। গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ধারাবাহিকতায় এ আলোচনা সামনে এসেছে। সম্ভবত পুরো চুক্তির অর্থমূল্য চার বিলিয়ন ডলার হবে, যেখানে ঋণের সমন্বয় ছাড়াও অতিরিক্ত দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা অন্তর্ভুক্ত।

দীর্ঘদিন ধরে পাকিস্তান ও সৌদি আরব ঘনিষ্ঠ মিত্র। তেল সমৃদ্ধ সৌদি আরব সময়মতো ইসলামাবাদকে বিলিয়ন ডলারের ঋণ এবং জ্বালানি সহায়তা দিয়েছে, বিনিময়ে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সৌদি সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান তাদের সামরিক সরঞ্জাম রপ্তানিতে সক্রিয় হয়ে উঠেছে। এর আগে লিবিয়ার খলিফা হাফতারের বাহিনীর কাছে চার বিলিয়ন ডলার মূল্যের জেএফ-১৭ বিমান বিক্রি করেছে দেশটি।

 

গত মে মাসে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত আকাশযুদ্ধের সময় জেএফ-১৭ বিমানের কার্যকারিতা প্রমাণিত হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চাহিদা বাড়ছে। তবে পাকিস্তানের এই চীনা প্রযুক্তির যুদ্ধবিমান কেনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে, তা এখনও অনিশ্চিত। ওয়াশিংটন ইতোমধ্যে সৌদির সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা চালাচ্ছে, তাই পাকিস্তানি বিমান ব্যবহারের ক্ষেত্রে এফ-৩৫ বিক্রয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।