ভেনেজুয়েলায় গ্রেপ্তারের পর প্রেসিডেন্ট মাদুরোকে কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা’য় তোলা হয়।
সেখানে তোলা একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।
নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর দপ্তরে নেওয়া হয়।
একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ডিইএ কর্মকর্তাদের পাহারায় দপ্তরের ভেতর দিয়ে হেটে যাচ্ছিলেন।
পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাকে মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি বররাবর এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।