Image description

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে দেশটির পাশে দাঁড়িয়েছে মিত্ররা। তারা মার্কিন অভিযানের নিন্দাসহ বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এসব দেশকে বার্তা দিয়েছে ভেনেজুয়েলা।

রোববার (০৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পক্ষ থেকে পাওয়া সমর্থনকে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিশেষ করে সাবেক মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোরের সংহতি প্রকাশের বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে কারাকাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল বলেন, ওব্রাদোরের প্রতি বলিভারিয়ান সরকার ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করছে। তিনি বলেন, এই সমর্থন লাতিন আমেরিকার দেশগুলোর ঐতিহাসিক বন্ধন এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপবাদবিরোধী অভিন্ন অবস্থানের প্রতিফলন।

বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘বৈশ্বিক স্বৈরাচার’ কায়েমের অভিযোগ আনা হয় এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় যেসব কণ্ঠ সোচ্চার হয়েছে, তাদের প্রশংসা করা হয়।

এর আগে মেক্সিকো সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এক বিবৃতিতে মেক্সিকো এটিকে ‘ভেনেজুয়েলার জনগণের সার্বভৌমত্বের ওপর উদ্ধত হামলা এবং তাদের প্রেসিডেন্টকে অপহরণ’ বলে উল্লেখ করে। একই সঙ্গে বলা হয়, এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতরভাবে ঝুঁকির মুখে ফেলেছে।

ভেনেজুয়েলার প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করা অন্যান্য লাতিন আমেরিকান দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া ও কিউবা।