Image description

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের সবচেয়ে গুরুতর রূপ’ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রবিবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই ঘটনা আবারও স্পষ্টভাবে দেখাল—যুক্তরাষ্ট্র একটি উচ্ছৃঙ্খল ও নৃশংস রাষ্ট্র।’

এই বিবৃতি আসে এমন এক দিনে আসে, যখন উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং দক্ষিণ কোরিয়ার নেতা পিয়ংইয়ংয়ের প্রধান মিত্র চীনে রাষ্ট্রীয় সফর শুরু করেন।

উত্তর কোরিয়া বলেছে, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোর পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে বিপর্যয়কর ফল’ ডেকে এনেছে।