Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। 

শনিবার (৩ জানুয়ারি) রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এরপর তাদের ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। 

বর্তমানে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে মাদুরোকে রাখা হয়েছে। সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের দায়ে তার বিচার করা হবে। 

নেতানিয়াহু ভেনেজুয়েলায় এ হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে তিনি বলেছেন, শুভেচ্ছা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য। আমি আপনার সেনাদের সাহসী দৃঢ় সংকল্পকে স্যালুট জানাই।