পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর আলাদা অভিযানে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
খাইবার-পাখতুনখোয়ায় কারাক জেলার বাহাদুর খেল এলাকায় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং পুলিশের যৌথ অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) কোহাট আব্বাস মাজিদ মারওয়াত জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে। এসময় গুলি বিনিময়ে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ জঙ্গি হুমকি দূর করতে এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি পুনরুদ্ধারে সহায়তা করবে।
এছাড়া, বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের চার সন্ত্রাসী নিহত হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুসারে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর এই অভিযান চালানো হয়। তীব্র গুলি বিনিময়ের পর, চার সন্ত্রাসী নিহত হয়।
সেনাবাহিনী জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এরা এলাকায় একাধিক সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।
এদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেলুচিস্তানের কালাত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।