Image description

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা স্বীকার করেন
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই চারটা অস্ত্র যে ঢুকছে না তা না এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে। একটা দুইটা করে কিন্তু একদিন পাঁচটি বিদেশি পিস্তল ধরা হয়েছে।

জাতীয় নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে।

বিস্তারিত আসছে...