Image description
 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বড়দিনে একটি খ্রিস্টান স্কুলে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা।

 

গতকাল রাজ্যের নলবাড়ি জেলায় বড়দিন উদযাপনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

 

তারা জেলার পানিগাঁও গ্রামের সেন্ট মেরি স্কুলে হামলা চালিয়ে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করে এবং যিশু খ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলে।

 

 

‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করে বিক্ষোভকারীরা বড়দিন উদযাপনের একটি ব্যানার এবং পোস্টার পুড়িয়ে দেয়। তারা স্কুল কর্তৃপক্ষকে স্কুল প্রাঙ্গণে উৎসব উদযাপন না করার জন্য সতর্ক করে।

বড়দিনের জিনিসপত্র বিক্রি করে এমন বিভিন্ন দোকান পরিদর্শন করে তারা এবং জৈন মন্দিরের কাছে দোকানের সামনে এই ধরনের জিনিসপত্র পুড়িয়ে দেয়।

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা মানুষকে বড়দিন উদযাপন না করার জন্য সতর্ক করে।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক ভাস্কর ডেকা সাংবাদিকদের বলেন, ‘আমরা খ্রিস্টান উৎসব চাই না।’ সূত্র : আসাম ট্রিবিউন