মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পান।
নিহত মো. ফাইজুদ্দিন (৫০) জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। তিনি পেশায় মাটিকাটা শ্রমিক ছিলেন।
নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি একই উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন।
মাটিকাটার সরদার মো. তারেক বলেন, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।
মরদেহের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম বলেন, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।