বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বাসিন্দারা। গতকাল শনিবার রাতে এ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে শহরের প্রায় ৩০ শতাংশ এলাকা অন্ধকারে ডুবে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, সান ফ্রান্সিসকোর উত্তর-পশ্চিম অংশের রিচমন্ড, সানসেট, প্রেসিডিও ও গোল্ডেন গেট পার্ক বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে। এ অঞ্চলে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে রয়ে গেছে।
রবিবার সকাল পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি মানুষ এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক সংবাদমাধ্যম এসএফ গেট জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওয়েমো তাদের চালকবিহীন গাড়ি পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়, যার ফলে রাস্তার মাঝখানে স্বয়ংক্রিয় যানবাহন আটকে পড়ে।
ওয়েমোর একজন মুখপাত্র বলেন, আমরা যাত্রীদের নিরাপদ রাখার এবং জরুরি কর্মীদের তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।