Image description
 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন মৎস্যজীবীদের নৌযানকে লক্ষ্য করে চীনের কোস্ট গার্ডের সাম্প্রতিক বিপজ্জনক কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে। ইইউ বলেছে, এই ধরনের কর্মকাণ্ড বেসামরিক জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা জাহাজের জল কামান ব্যবহার ও নোঙর কাটার মতো কর্মকাণ্ড সমুদ্র জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, বেসামরিকদের আহত করেছে এবং সমুদ্র সংক্রান্ত বৈধ অধিকার প্রয়োগকে বিঘ্নিত করেছে।

 
 

ইইউ মনে করিয়েছে, জাতিসংঘের সমুদ্র আইনের সংবিধান বিশ্ব সমুদ্র ও মহাসাগরের সকল কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনগত কাঠামো। এটি সর্বদা মানা আবশ্যক। এছাড়া ২০১৬ সালের দক্ষিণ চীন সাগরের মধ্যস্থতামূলক রায় চূড়ান্ত এবং সংশ্লিষ্ট পক্ষের জন্য আইনগতভাবে বাধ্যবাধক।

ইউ চীনের প্রতি আহ্বান জানিয়েছে, উত্তেজনা কমাতে, জোর বা বাধ্যবাধকতা ব্যবহার থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক আইন পূর্ণ সম্মানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করতে।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ফিলিপাইনের, যা মার্কিন মিত্র, বিরোধবোধপূর্ণ দাবিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি