জাপানের উত্তর–পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আওমোরি উপকূলের কাছে ৬.৭ মাত্রার এই কম্পন আঘাত হানার পরই জাপানের আবহাওয়া অধিদপ্তর সুনামির সতর্কতা জারি করে। সতর্কবার্তায় জানানো হয়েছে, উপকূলে প্রায় ১ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে ভূম্পিকম্পটি ঘটে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। জাপানের নিজস্ব তীব্রতা সূচকে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয় ৪।
এর মাত্র চার দিন আগে একই এলাকায় আরও বড় ধরনের—৭.৫ মাত্রার—ভূমিকম্প হয়েছিল, যাতে ৩০ জনের বেশি মানুষ আহত হন। সেই কম্পনটির কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের পূর্ব উপকূলে এবং উৎপত্তিস্থল ৫৪ কিলোমিটার গভীরে। ওই সময় ইওয়াতে জেলায় সমুদ্র থেকে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ উঠে এসেছিল।
সোমবারের ভূমিকম্পের পর জাপান সরকার বিশেষ সতর্কতা জারি করে জানিয়েছিল—চিবা থেকে শুরু করে হোক্কাইদো পর্যন্ত বিস্তৃত অঞ্চলের মানুষকে অন্তত এক সপ্তাহ সতর্ক থাকতে হবে। ৮ মাত্রার আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনার কথাও তখন উল্লেখ করা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সাম্প্রতিক ভূমিকম্পগুলো ঘটেছে সেই ভূ-খাদ বরাবর, যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে উত্তর আমেরিকান বা ওখোৎস্ক প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই প্লেটের ওপরে অবস্থান করছে জাপানের মূল দ্বীপ হোনশু।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান আবারও শক্তিশালী কম্পনে কেঁপে ওঠায় স্থানীয় মানুষ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।