Image description

মালয়েশিয়ার দুই রাজ্যে পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

বৃহস্পতিবার স্থানীয় সময় জোহর রাজ্যের টামান পেলাঙ্গি ও টামান মোলেক এলাকায় ‘অপস সেলেরা’ নামের অভিযানে ৪৩ জন অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মিয়ানমারের ১৬ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন, পাকিস্তানের ২ জন, ভারতের ৩ জন ও নেপালের ৫ জন নাগরিক। বয়স ১৯ থেকে ৪৯ বছর।

কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা ও অনুমোদিত খাতের বাইরে কাজ করার অভিযোগ রয়েছে।

জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযানে বিদেশি শ্রমিকদের নথিপত্র, নিয়োগদাতার রেকর্ড, ভ্রমণ দলিল ও কাজের পারমিট যাচাই করা হয়। বিদেশি শ্রমিককে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে চারজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। পাঁচটি সাকসামন নোটিশ ইস্যু করা হয়। আটকদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে একই দিনে নেগেরি সেম্বিলানে ইমিগ্রেশন বিভাগের পৃথক অভিযানে একটি নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থেকে আরও ৪১ জন অভিবাসীকে আটক করা হয়। মোট ১২০ কর্মীর কাগজপত্র যাচাই করে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের ৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের ৩৬ জন, নেপালের ২ জন ও পাকিস্তানের ৩ জন রয়েছেন।

ইমিগ্রেশন পরিচালক কেনেথ তান আই কিয়াং জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অস্থায়ী কর্মপরমিট থাকলেও তারা অনুমোদিত খাতের বাইরে কাজ করায় আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় ডিপো ইমিগ্রেশন লেঙ্গেং–এ তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে অবৈধ শ্রমিক নিয়োগদাতাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। জনগণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।