Image description

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টানা ২০ বছর ধরে পরিশ্রম করে আসা প্রবাসী এক বাংলাদেশি  নতুন বছরের শুরুটা করছেন অবিশ্বাস্য সাফল্যের মধ্য দিয়ে। ১২ বছর ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার পর অবশেষে তিনি জিতে নিয়েছেন বিগ টিকিটের বহুল প্রতীক্ষিত ‘ড্রিম কার’-বিলাসবহুল মাসেরাতি গ্রেকালে। ড্র সিরিজ–২৮১-এ সেই সৌভাগ্য তার ঝুলিতে আসে। খবর গালফ নিউজের।

 

৩৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল দুই দশক ধরে আবুধাবিকেই নিজের আবাসস্থল হিসেবে দেখছেন। গত ১২ বছর ধরে তিনি তার আরও ১২ ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিগ টিকিট কিনে আসছিলেন-আর সেই দীর্ঘ অপেক্ষারই আজ চমকপ্রদ পুরস্কার পেলেন। মাসেরাতি গ্রেকালে গাড়িটির মূল্য আমিরাতে সাধারণত ৩ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ৭৯ হাজার দিরহামের মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় আনুমানিক এক কোটি ৪৬ লাখ থেকে ২ কোটি ১৬ লাখ টাকা।

অপ্রত্যাশিত মুহূর্তে রুবেল জানান, পুরস্কার জেতার খবরটি তিনি প্রথমে পান একদম অপ্রত্যাশিতভাবে-তার বড় ভাইয়ের ফোন থেকে। আমার বড় ভাই অনলাইনে আমার নামটা প্রথম দেখেছিলেন, বললেন রুবেল। 

৩৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল দুই দশক ধরে আবুধাবিকেই নিজের আবাসস্থল হিসেবে দেখছেন।

৩৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল দুই দশক ধরে আবুধাবিকেই নিজের আবাসস্থল হিসেবে দেখছেন।

তিনি দুই দিন আগেই দেশে ফিরে গেছে। তাই যখন তিনি ফোন দিলেন, মোটেও ভাবিনি এমন কিছু হবে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে যখন আরও ফোন আসতে শুরু করল, বুঝলাম-হয়তো সত্যিই কিছু একটা ঘটেছে। 

ক্রমে ফোনে ও মেসেজে শুভেচ্ছা আসতে থাকলে তিনি নিশ্চিত হন-হ্যাঁ, তিনি সত্যিই নতুন একটি মাসেরাতি গাড়ির মালিক! ‘এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না,’ আবেগঘন কণ্ঠে বলেন রুবেল। '১২ বছর ধরে চেষ্টা করেছি-শেষমেশ এই অবিশ্বাস্য পুরস্কারটা আমার হাতে এসেছে।' 

যদিও পুরস্কারটি চোখ ধাঁধানো, রুবেল এর ব্যবহারটা করছেন খুবই বাস্তবসম্মতভাবে। তিনি গাড়িটি বিক্রি করে টাকা সমানভাবে ভাগ করে দেবেন তাদের যৌথ গ্রুপের সব সদস্যদের মধ্যে।

‘আমি গাড়িটা বিক্রি করে ক্যাশ করব, আর সেই টাকাটা আমাদের গ্রুপের সবাইকে ভাগ করে দেব,’ জানান তিনি। বিগ টিকিটের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলোএত বড় পুরস্কার জেতার পরও রুবেলের উত্তেজনা থামছে না। বরং তিনি জানালেন—এতে তার বিগ টিকিটের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে। ‘আমি বিগ টিকিট কিনে যেতে চাই এবং অন্যদেরও উৎসাহ দিই-কখনো কখনো একটি সিদ্ধান্তই জীবনে এনে দিতে পারে অবিস্মরণীয় মুহূর্ত,' বলেন তিনি।বিগ টিকিটের টিকিট অনলাইনে কিংবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইনের বিমানবন্দরের কাউন্টারে পাওয়া যায়।