Image description
 

ইউক্রেনের বর্তমান ‘অবৈধ’ নেতৃত্বের সঙ্গে যেকোনও ধরনের চুক্তি সই করা অর্থহীন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।

পুতিন দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন আয়োজন না করায় কিয়েভ প্রশাসনের বৈধতা নষ্ট হয়েছে।

ইউক্রেন সরকার বলেছে, রুশ হামলা চলমান থাকায় দেশজুড়ে জরুরি অবস্থা ও সামরিক আইন বহাল রয়েছে, যার কারণে নির্বাচন আয়োজন সম্ভব নয়। দেশ রক্ষার যুদ্ধের মধ্যে নির্বাচন বন্ধ রাখা সংবিধানসিদ্ধ বলেও কিয়েভের অবস্থান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কূটনৈতিক সমাধান খোঁজার নানা প্রচেষ্টা চললেও পুতিনের মন্তব্য সম্ভাব্য আলোচনার পথকে আরও জটিল করে তুলেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ২০২২ সালে ক্রিমিয়া সেতু বিস্ফোরণের ঘটনায় আটজনকে আজীবন কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি সামরিক আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, সংগঠিতভাবে অস্ত্র সংগ্রহ এবং দু’জনের ক্ষেত্রে বিস্ফোরক চোরাচালানের অভিযোগ প্রমাণিত হয়েছে। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন